দুর্বোধ্যঃ অণুগল্প
লিখেছেন লিখেছেন মামুন ১৮ জানুয়ারি, ২০১৫, ০২:০২:০৮ দুপুর
পুরুষ তার ইচ্ছা প্রকাশ করলো, নারী তার।
নারীর নি:স্ব ভংগিতে চলে যাওয়া দেখে পুরুষ বুঝল না, সে নিজে ও যদি না পেয়ে থাকে, নারী নি:স্ব কি কিরে হল?
পুরুষ এই পর্যন্ত নারীকে তার নিজস্ব ইচ্ছানুযায়ী সময় দিয়েছে... একান্ত বোবা অনুভূতির সময়ে ভাষা হয়ে নারীকে প্রগলভ হতে সাহায্য করেছে। আর যখন সে কথা বলার মত সক্ষমতায় উদ্ভাসিত হয়ে বাকচাতুর্যতায় নিজেকে মেলে ধরতে শিখল, পুরুষের আর তার দরকার পড়ল না!
তাই নিজের প্রথম কর্মদিবসের সারাটাক্ষণ কাটিয়ে এসে খুবই ভাবগম্ভীরতায় নারী বলল, 'নতুন কাজে আছি, এখন বিরক্ত করো না। আগামি কোনো একদিনে না হয়...'
মুহুর্তে নিজেকে নিজের ভিতরে গুটিয়ে নেবার একটা দুর্বার ইচ্ছে জেগে উঠে পুরুষের ভেতর। কিন্তু পরক্ষণেই ভাবে, নারী, সে একা আর এই কাজ কাজ খেলায় কতক্ষণ নিবিষ্ট থাকবে। একসময় ফিরে আসবেই... ফিরবে... অবশ্যই ফিরে আসতে বাধ্য হবে। ততক্ষণ না হয় থাকুক সে তার এলেবেলে দুর্বোধ্য জগতটাতে।
একে অপরের পরিপূরক। নারী পুরুষের অলংকার, পুরুষ নারীর অহংকার।
কি প্রয়োজন জোর করে বুঝতে যাবার?
বিষয়: সাহিত্য
৬৯৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুভূতি রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ।
হ্যা, আমার জীবনেও নারী কখনো ফিরে আসেনি, আমিও দেখেছি, এখনো দেখছি।
কিন্তু গুরু এতোদিন কোথায় ছিলেন?
খুব ভালো লাগলো আপনাকে কাছে পেয়ে।
জাজাকাল্লাহু খাইর।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো।
সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য আল্লাহপাক আপনাকেও সর্বাবস্থায় নিরাপদে রাখুন, আমীন।
আপনার দোয়ায় ও আমীন।
বারাকাল্লাহু ফীহ।
মহান রাব্বুল আলামীন আপনাকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন এই প্রার্থনা রইলো
সহমত
চিন্তার নতুন কোন মোড়ে নিয়ে গেলেন শ্রদ্ধেয় মামুন ভাই!
সাধারণ হিসেবে নতুন মোড়ে সঠিক পথ খুজে পাবো তো??? নারী-পুরুষ একে অপরের পরিপুরক তা ঠিক কিন্তু এটা তো সমষ্টিগত?
একবার নতুন করে খুঁজে দেখুন না, কাহাফ ভাই।
হ্যা, এটা সমষ্টিগত। ইন্ডিভিজুয়াল দিয়ে তো সার্বিক জিনিসটিকে ফুটিয়ে তোলা যায় না।
ভালো থাকুন সর্বাবস্থায়, আমীন।
মন্তব্য করতে লগইন করুন